১. প্রথমেই বলি যদি পাসপোর্ট অনলাইনে করতে না চান, তাহলে কোন লাভ নেই কারন পাসপোর্ট অফিসে গিয়ে আবার লাইন এ দাড়িয়ে আপনাকে এই তথ্য দিতে হবে। তাই আপনার জন্য সবচেয়ে ভাল অনলাইনেই এ ফর্ম ফিল আপ করা । ইহা খুব সহজ। http://www.passport.gov.bd/ এই ওয়েবসাইট এ প্রবেশ করুন। (ফর্ম ফিল আপ এর সময় browser হিসাবে আপনি Internet explorer অথবা Mojila Firfox ব্যবহার করুন । safari, Chrome, opera, পরিত্যাজ্য)
![]() |
ওয়েবসাইট এর প্রথম পাতা |
২. অনলাইনে ফর্ম ফিলআপ করার আগে যদি ব্যাংক এ টাকা জমা দিয়ে নেন তাহলে ভাল হয় । যেসব ব্যাংক এবং তাদের যেসব নির্দিষ্ট শাখায় টাকা জমা দিতে পারবেন, তার লিস্ট উপরোক্ত ওয়েবসাইট পেয়ে জাবেন। টাকা জমা দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি সিরিয়াল নাম্বার কত পান ওই নাম্বার টাই লাগবে অনলাইনে ফর্ম ফিলআপ করতে। আর আপনাকে যে রিসিপ্ট দিবে তা যত্নে রাখুন । মনে রাখবেন সব ব্যাংক এবং সব শাখায় পাসপোর্ট এর টাকা জমা নেয় না।
৩. অনলাইনে সময় নিয়ে ফর্ম পূরণ করুন। শেষ করার পর যখন আপনি সাবমিট করবেন তখন আপনি একটি অনলাইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন এবং সাথে সাথে আপনার ফর্ম টি ডাউনলোড হবে এই ফাইল টি সংরক্ষণ করুন আর যদি পারেন সাথে সাথে প্রিন্ট করুন । প্রিন্ট করার পর খুব ভাল ভাবে আপনার সবগুলো তথ্য check করে নিন । যদি ভুল থাকে পুনরায় আবার নিশ্চিন্তে ফর্ম ফিলআপ করুন এবং প্রিন্ট করুন ।
৪. যদি আপানার ফর্ম টি ঠিক থাকে তাহলে উহার একটি ফটোকপি করান ।
৫. এবার এই দুই সেট ফর্ম নিয়েই আপনার কাজ । সবার আগে প্রথম পাতার ১ নং পয়েন্ট এ আপনার নাম বাংলায় লিখুন ।তারপরে ২৪ নং পয়েন্ট এ আপনার ঘরে টিক চিনহ দিন ।
৬. এবার পাতা ৩ এর নিচে আপানার সাক্ষর দিন । পাতা ৪ এর উপরে যিনি আপনাকে প্রত্যয়ন করছেন তার বাসার ঠিকানা এবং তার NID এর নাম্বার, তার সীল মহর এবং তার সাক্ষর নিতে হবে।
৭. প্রথম পাতায় আপনার পাসপোর্ট সাইযের ছবি প্রথমে আঠা দিয়ে লাগান এবং তার উপরে সত্যয়ন করুন । এই পাতার ডান পাশে আপানার ব্যাংক রিসিপ্ট টি আঠা দিয়ে লাগান। সাবধানে লাগান, সুদুমাত্র রিসিপ্ট এর উপরের অংশে আঠা লাগাবেন ।
৮. এইবার এই দুই সেট একসাথে পিন আপ করুন ।
৯. আপনার ফর্ম সাবমিট করার সাথে সাথে আপনি যে ফর্ম টি ডাউনলোড করবেন উহার একেবারে প্রথম পাতায়, একেবারে প্রথমে আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস এর নাম দেখতে পাবেন । উক্ত নামটীর সাথে passport office কথাটি যুক্ত করে গুগল এ সার্চ দিন, যেমন jatrabari passport office bd, সার্চ দিলেই আপনাকে exactly কোথায় যেতে হবে তা আপনি দেখতে পাবেন।
১০. ১৫ দিনের মধ্যে আপনাকে আপনার পাসপোর্ট অফিসে যেতে হবে। নচেৎ আপানার ডাটা মূছে ফেলা হবে।
১১. খূব সকাল সকাল বের হলে আপনার জন্য ভাল । পাসপোর্ট অফিস এ গিয়েই কিছু না বুজে কোন লাইন এ দারাবেন না। আগে সঠিক মানুষকে(নিরাপত্তা কর্মী) জিজ্ঞাসা করুন তারপর লাইনে দাড়ান । প্রথমে লাইন থেকে আপনাকে জিজ্ঞাসা করবে আপানার নাম, পেশা ইত্যাদি । এখান থেকে আপনাকে ছেড়ে দিলেই আপনি সরাসরি আপানার ছবি এবং আঙ্গুলের ছাপ দিতে পরবর্তী ফ্লোর বা রুম এ জাবেন, মনে রাখবেন আপনার আর কোন কিছুর প্রয়োজন নেই । নিরাপত্তা রক্ষীদের বলবেন আপনি অনলাইনে ফর্ম ফিলাপ করেছেন।
![]() |
প্রিন্টেড কাগজ |
১৩. ছবি এবং আঙ্গুলের ছাপ নেওয়া হলে আপনাকে একটা প্রিন্টেড কাগজ দিবে, যেখানে আপনার সব তথ্য় এবং কত তারিখের মধ্যে আপনার পাসপোর্টটি দেয়া হবে তার তারিখ দেওয়া থাকবে।
১৪. এর পর আপনার আর কোন কাজ নেই, এখন পুলিশ ভেরিফিকেসন আসবে , আর পুলিশ রিপোর্ট জমা দিলেই আপনার মোবাইল এসএমএস আসবে কবে আপনি যাবেন পাসপোর্ট আনতে ।
informative vhai
ReplyDeleteThank you vai
Delete