Friday 17 November 2017

Let’s Get Passport without bribe

Let’s Get Passport without "Bribe"

Getting a passport without any bribe in Bangladesh is a far cry.
In every step of getting a passport, mango people have to face countless forms of harassment.
Among all of them giving bribe in police verification is the acute one. In here it will be discussed thoroughly for a better understanding of the scenario.
At the very beginning, I have to say that all the police are not corrupted but very few of them are spoiling the name of the police department.
However, to get a new passport, police verification is a must. The government made the SB police accountable for this purpose. In Dhaka, it is conducted by the SB office at Malibag. 10-20 Sub-inspectors (SI) look after this task in Dhaka city. According to a survey of Transparency International Bangladesh (TIB), 75.3% applicants had to bribe the police during verification. The survey also shows that applicants in the Dhaka office have to give an average Tk. 500 to the SB police. From this, it is estimated that the SB under Dhaka Regional Passport Office annually receives approximately TK. 13.5 crore in a year directly from the applicants. This is only the scenario of Dhaka city; imagine it is happening all over the country.
In the report it has been also said that “Of those, who were victims of corruption and irregularities, 35.3 percent were victims of corruption or giving money beyond legal means, 27 percent victims of delay, 2.3 percent of failure to dispense duties, 0.2 percent victims of fraudulence and the rest faced other discrepancies.

In addition to that participant of the study said law enforcers 'deliberately' try to locate errors in the applications. They blamed SB officers for trying to extort clients by threatening to link them to militant outfits or political parties.

The participants said police do not visit their homes but make phone calls and ask them to meet at the local police stations or somewhere else. They demand bribes for a clearance and sometimes tell applicants to transfer the fund through mobile banking.
Moreover, during verification, the police ask awkward questions of the applicants and require them to produce documents such as educational certificates, house ownership documents, utility bills, job certificates etc. If applicants are unable to satisfy them, they have to give a high amount of bribe. However, even when the police find the given information correct they demand bribe outright, saying that the SP or ASP would not sign the report without a bribe. Every day hundreds of applicants have to come to the SB office, Dhaka for the verification report. If the police do not find the applicant at home during police verification or are not satisfied with the bribe offered, they ask applicants to come to the SB office with some documents, where they again use different pretexts to ask for a bribe.


An applicant whose permanent address is outside the jurisdiction of regional passport office suffers the most in the process of police verification since they have to bribe twice to SB officer in Dhaka as well as in local Thana.
After all the discussion I would like to state that in developing country like Bangladesh it has to be stopped as soonest. In every year we have a deficit in our annual budget. The government has to take loans from Banks to subsidize the requirements. If the money which has been taken as a form of bribe from the innocent people can be contributed in the annual budget then it would be a great help for the government. In addition to that, I think now a day’s we do not need police verification as almost all of us have NID or Smart Card. To issue a passport the authority needs to check the NID number and look into the Database to identify the applicant and then verify it on spot and give clearance to print the passport.


Tuesday 3 October 2017

মার্কেটিং সম্পর্কে আমার ধারণা



আপনি যখন কোন প্রোডাক্ট বা Service  বাজারে আনতে চাচ্ছেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখা উচিৎ ওঁই প্রোডাক্ট বা Service  টির মার্কেটে need আছে কিনা। আপনি আপনার মত অনেক ভাল একটা প্রোডাক্ট বা Service ready করলেন কিন্তু মার্কেটে তার কোন need  নাই । সেই প্রোডাক্ট বা Service টি বাজারে বিক্রি করতে আপনার কোম্পানির sales department এর বারোটা বেজে যাবে ।

আবার প্রোডাক্ট ready  করার পর আপনি খুব খুশি অনেক ভাল একটা প্রোডাক্ট ready করেছেন । এখন মার্কেট যাচাই না করেই  মনের মাধুরি মিশিয়ে pricing করলেন যা কিনা customer এর buying range এর বাইরে চলে গেল । তখন প্রোডাক্ট টি আর বিক্রি হল না ।যেকোনো প্রোডাক্ট বা Service  যখন develop করবেন তখন অবশ্যই কয়েকটা factor মাথায় রাখা উচিৎ ।


১. ক্রেতাঃ সবসময় মনে রাখতে হবে ক্রেতা খুশি ত আপনি সফল আর ক্রেতা নারাজ ত আপনি শেষ । ক্রেতার সমস্যার সমাধান দেওয়াই আপনার কাজ । মনে রাখতে হবে আপনি তাকে সমাধান দিয়ে তার থেকে আপনি value earn করবেন, সেটা হতে পারে টাকায় । আর আপনি যখন প্রোডাক্ট বানাবেন তখন অবশ্যই মনে রাখতে হবে আপনি ক্রেতা কে একটা সমস্যার সমাধান দিচ্ছেন এবং তার বিনিময়ে একটা VALUE পাবেন । 

মনে রাখবেন customer value = benefits – cost .




২. দামঃ আপনি  ক্রেতার জন্য যে প্রোডাক্ট টি বানিয়েছেন সেটি কিনতে ক্রেতা সক্ষম কিনা তা মাথায় রাখুন  । আপনি যে ধরনের ক্রেতা কে টার্গেট করেছেন তার কেনার সামর্থ্য কতটুকু সেটি আপনাকে বিবেচনা করতে হবে  । মনে রাখতে হবে ক্রেতা অনেক কিছুর দ্বারা প্রভাবিত হবে । সবকিছু মাথায় রেখে আপনার দাম টিক করতে হবে । ক্রেতা যদি কোন service আপনার কাছ থেকে কেনে এবং সেটার জন্য আপনার কাছে তাকে রেগুলার আসতে হয়, তাহলে তার আসা যাওয়ার avg. Cost ও আপনার প্রোডাক্ট cost এর মধ্যেই ধরতে হবে ।


৩.স্থানঃ কোন জায়গায় আপনি আপনার প্রোডাক্ট টি বিক্রি করছেন তার উপর নির্ভর করছে আপনার বিক্রির volume . যতটুকু পারেন আপনার প্রোডাক্ট টি customer এর দোরগোড়ায়  পৌঁছে দেওয়ার চেষ্টা করুন । অনলাইনে বেশি বিক্রি করুন । আপনার প্রোডাক্ট টি ক্রেতার হাতের নাগালের মধ্যে নিয়ে আসুন । আপনার প্রোডাক্ট টি যেন সহজে একজন কিনতে পারে সে দিকে লক্ষ্য রাখুন । প্রোডাক্ট কেনার জন্য কোম্পানির প্রসেস সহজ করুন ।  




৪.যোগাযোগঃ ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করুন । মনে রাখবেন ক্রেতা যদি আপনাকে একবার বিশ্বাস করে তখন আপনার কাছেই সে বার বার আসবে ।  সবসময় চেস্টা করুন যেকোন ভাবেই হোক ক্রেতার চোখের সামনে থাকার, ভেবে দেখুন লাক্স সাবান কেন এত Ad দেয় ।  আপনার প্রোডাক্ট টি visible করুন । আপনার প্রোডাক্ট টির Ad যেন Personal ভাবে সবাইকে touch করে । সবাই যেন আপনার প্রোডাক্ট টি পেতে চায় । আর এটা মাথায় অবশ্যই রাখা উচিৎ আপনার টার্গেট ক্রেতারা কোন ধরনের মিডিয়া বেশি use করে, যদি FB use করে তাহলে fb তে Ad দেন, যদি daily soup বেশি দেখে তাহলে tv তে ad দেন । Ad দেওয়ার সময় চিন্তা করুন কি ধরনের ad মানুষ দেখবে  এবং তার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট এর সম্পরকে কি ধরনের Information দিতে চান ।


আমাদের মনে রাখতে হবে বর্তমানে আপনি কি প্রোডাক্ট বানাচ্ছেন তার চেয়ে important হল আপনি কি সমস্যার কি সমাধান দিচ্ছেন । ক্রেতার জন্য এমন কিছু নিয়ে আসেন যাতে ক্রেতা অভিভূত হয় এবং সেটার জন্য ক্রেতা একটা মুল্যমান দিতে প্রস্তুত থাকে । 

সহজে ঝামেলাহীন ভাবে পাসপোর্ট পাবেন যেভাবে

বাংলাদেশ এখন শুধু বাংলাদেশ নয়। এখন আমরা ডিজিটাল বাংলাদেশ এবং আসলেই সত্যি আমরা ডিজিটাল বাংলাদেশ এ আছি । কিন্তু আমরা আমাদের বোকামির কারনে পুরোপুরি সুবিধাগুলো নিতে পারছি না। আজকে বলার চেষ্টা করব কত সহজে আপনি আপনার পাসপোর্ট টি করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই । নিচের পদক্ষেপগুলো অনুসরন করেই আপনি পেয়ে জাবেন আপানার পাসপোর্টটি।

 ১. প্রথমেই বলি যদি পাসপোর্ট অনলাইনে করতে না চান, তাহলে কোন লাভ নেই কারন পাসপোর্ট অফিসে গিয়ে আবার লাইন এ দাড়িয়ে আপনাকে এই তথ্য দিতে হবে। তাই আপনার জন্য সবচেয়ে ভাল অনলাইনেই এ ফর্ম ফিল আপ করা । ইহা খুব সহজ। http://www.passport.gov.bd/ এই ওয়েবসাইট এ প্রবেশ করুন। (ফর্ম ফিল আপ এর সময় browser হিসাবে আপনি Internet explorer অথবা Mojila Firfox ব্যবহার করুন । safari, Chrome, opera, পরিত্যাজ্য)

ওয়েবসাইট এর প্রথম পাতা

উপরের ছবিতে আপনি ৩ , ৪ , ৭ নং পয়েন্ট খুব ভাল করে পড়ুন । ৩ নং পয়েন্ট এ আপনার NID Card or Birth Certificate এর কথা বলা আছে । যেকোন একটি হলেই চলবে । ৪ নং পয়েন্ট এ বলা আছে কে কে আপনার এই NID Card or Birth Certificate সত্যায়িত করতে পারবে । মনে রাখবেন যিনি সত্যায়িত করবেন উনার NID Card এর number লাগবে । ৭ নং পয়েন্ট এর কথা বলি, নামের সময় শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে লেখা যাবে না। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না। যাদের নামের শুরুতে MD আছে তারা full form লিখবেন (Mohammad) . 

 ২. অনলাইনে ফর্ম ফিলআপ করার আগে যদি ব্যাংক এ টাকা জমা দিয়ে নেন তাহলে ভাল হয় । যেসব ব্যাংক এবং তাদের যেসব নির্দিষ্ট শাখায় টাকা জমা দিতে পারবেন, তার লিস্ট উপরোক্ত ওয়েবসাইট পেয়ে জাবেন। টাকা জমা দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি সিরিয়াল নাম্বার কত পান ওই নাম্বার টাই লাগবে অনলাইনে ফর্ম ফিলআপ করতে। আর আপনাকে যে রিসিপ্ট দিবে তা যত্নে রাখুন । মনে রাখবেন সব ব্যাংক এবং সব শাখায় পাসপোর্ট এর টাকা জমা নেয় না।

 ৩. অনলাইনে সময় নিয়ে ফর্ম পূরণ করুন। শেষ করার পর যখন আপনি সাবমিট করবেন তখন আপনি একটি অনলাইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন এবং সাথে সাথে আপনার ফর্ম টি ডাউনলোড হবে এই ফাইল টি সংরক্ষণ করুন আর যদি পারেন সাথে সাথে প্রিন্ট করুন । প্রিন্ট করার পর খুব ভাল ভাবে আপনার সবগুলো তথ্য check করে নিন । যদি ভুল থাকে পুনরায় আবার নিশ্চিন্তে ফর্ম ফিলআপ করুন এবং প্রিন্ট করুন ।

 ৪. যদি আপানার ফর্ম টি ঠিক থাকে তাহলে উহার একটি ফটোকপি করান ।

 ৫. এবার এই দুই সেট ফর্ম নিয়েই আপনার কাজ । সবার আগে প্রথম পাতার ১ নং পয়েন্ট এ আপনার নাম বাংলায় লিখুন ।তারপরে ২৪ নং পয়েন্ট এ আপনার ঘরে টিক চিনহ দিন ।

 ৬. এবার পাতা ৩ এর নিচে আপানার সাক্ষর দিন । পাতা ৪ এর উপরে যিনি আপনাকে প্রত্যয়ন করছেন তার বাসার ঠিকানা এবং তার NID এর নাম্বার, তার সীল মহর এবং তার সাক্ষর নিতে হবে।

 ৭. প্রথম পাতায় আপনার পাসপোর্ট সাইযের ছবি প্রথমে আঠা দিয়ে লাগান এবং তার উপরে সত্যয়ন করুন । এই পাতার ডান পাশে আপানার ব্যাংক রিসিপ্ট টি আঠা দিয়ে লাগান। সাবধানে লাগান, সুদুমাত্র রিসিপ্ট এর উপরের অংশে আঠা লাগাবেন ।

 ৮. এইবার এই দুই সেট একসাথে পিন আপ করুন ।

৯. আপনার ফর্ম সাবমিট করার সাথে সাথে আপনি যে ফর্ম টি ডাউনলোড করবেন উহার একেবারে প্রথম পাতায়, একেবারে প্রথমে আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস এর নাম দেখতে পাবেন । উক্ত নামটীর সাথে passport office কথাটি যুক্ত করে গুগল এ সার্চ দিন, যেমন jatrabari passport office bd, সার্চ দিলেই আপনাকে exactly কোথায় যেতে হবে তা আপনি দেখতে পাবেন।

 ১০. ১৫ দিনের মধ্যে আপনাকে আপনার পাসপোর্ট অফিসে যেতে হবে। নচেৎ আপানার ডাটা মূছে ফেলা হবে।

 ১১. খূব সকাল সকাল বের হলে আপনার জন্য ভাল । পাসপোর্ট অফিস এ গিয়েই কিছু না বুজে কোন লাইন এ দারাবেন না। আগে সঠিক মানুষকে(নিরাপত্তা কর্মী) জিজ্ঞাসা করুন তারপর লাইনে দাড়ান । প্রথমে লাইন থেকে আপনাকে জিজ্ঞাসা করবে আপানার নাম, পেশা ইত্যাদি । এখান থেকে আপনাকে ছেড়ে দিলেই আপনি সরাসরি আপানার ছবি এবং আঙ্গুলের ছাপ দিতে পরবর্তী ফ্লোর বা রুম এ জাবেন, মনে রাখবেন আপনার আর কোন কিছুর প্রয়োজন নেই । নিরাপত্তা রক্ষীদের বলবেন আপনি অনলাইনে ফর্ম ফিলাপ করেছেন।

প্রিন্টেড কাগজ

 ১২. অবশ্যই মনে রাখবেন আপনার পরনে যেন সাদা শার্ট বা পাঞ্জাবি না থাকে কারন সাদা পোশাক গ্রহণযোগ্য নয়। 

 ১৩. ছবি এবং আঙ্গুলের ছাপ নেওয়া হলে আপনাকে একটা প্রিন্টেড কাগজ দিবে, যেখানে আপনার সব তথ্য় এবং কত তারিখের মধ্যে আপনার পাসপোর্টটি দেয়া হবে তার তারিখ দেওয়া থাকবে।

১৪. এর পর আপনার আর কোন কাজ নেই, এখন পুলিশ ভেরিফিকেসন আসবে , আর পুলিশ রিপোর্ট জমা দিলেই আপনার মোবাইল এসএমএস আসবে কবে আপনি যাবেন পাসপোর্ট আনতে ।


 মনে রাখবেন এখন পাসপোর্ট করতে খুব কম সময় লাগে(সর্বোচ্চ ২১ দিন) এবং কোন ধরনের দালাল ধরার কোন প্রয়োজন নেই ।

Sunday 18 June 2017

Bangladeshi Job Seekers Must Do

Are you a job seeker? If the answer is yes then the next question is what kind of job you are looking for?
Most of the cases fresh graduates don’t know what kind of job they are looking for. It is not aberrant that the fresh graduates aren’t absolutely sure about their future career. Our education system is like that, it is not focusing on the career of the students. Our Education system isn’t producing skilled industry-oriented workforce rather producing only certificate holders. If one single question asked to you that “Tell us about yourself?” what should be your answer. Does that ring a bell, do you know about yourself. The employer always ask questions like
 Why should we hire you?
What are you best at?
What are your negative points?
How much salary do you deserve?
These questions are really legitimate questions. And the job seekers must master the answer of these questions.
In Bangladesh youth dependency is 44.9%, measuring almost half of the young people are dependent. It is a red alert for the sustainable development. In another statistics, the unemployment rate is 10.9 percent. A country like Bangladesh where for a job vacancy there is numerous candidate, the competition will be very much stiff. Everyone is trying his or her level best for a job. Moreover, the quota system will affect you like thunder. If I have to draw an example I would like to tell you that the most prestigious job sector which is Bangladesh Cadre Service, has 55% vacancies are saved for the quota owner.
In this circumstance, general job seekers need to express them uniquely so that they will be selected for sure. To be unique what you need is a special set of employability skills. What makes you employable or what things you can do best, is the prime question needed to be answered. Let’s see the special job skills you need for your dream job.
·        Analytical ability
·        Interpersonal Skill
·        Stress Management
·        Preparing project Report
·        Presentation Skill
·        Public Speaking
A job seeker must have these above skills to get his or her dream job. If you can master these job skills you will be the Candidate for the job.
The employer also demands some skills such as:
·        Gratitude Skills
·        Time Management
·        Networking Skills
·        Ownership Development
·        Leadership Skill
These Five skills are the prime skills that every employer demand because these skills will make you an asset to the company and be having these skills you will earn a profit for the organization.

Now here is another question for you, Are you Smart?
 If you think a clean shaved tall well figured suited booted human being is smart, then you are absolutely wrong. Because the letter of the word SMART means:
S = Specific
M = Measurable
A = Attainable
R = Realistic
T = Time-Bounded
Are you specific about your career?
 Is it measurable?
Is it attainable?
 Does your aim realistic with your capability?
Is your aim time bounded?
Just answer these question, write it down in your notebook or personal diary. If you have done it then you have achieved 50% of your target. Now what you need is to work carefully towards your target. Don’t waste your time doing unnecessary things. Keep in mind whatever you will do; it should be only to fulfill your target. Time is the precious thing in our life you need to use it as effectively as you can. 
Mohammad Towhidul Islam Siddique
towhidul.dufin@gmail.com, towhidul.math@bsdi-bd.org

Technical Education Can Change the Fate of the Girl


Every year we gorgeously celebrate Women’s Day. But have we ever thought why the participation of women in the workplace has fallen from 36 percent to 33 percent between 2010 and 2013. We all are talking high when we are giving a speech or writing an editorial in the newspaper but at the end of the day, we are doing nothing. Have we ever thought how this situation will change? Or why the younger generation especially the women are becoming hopeless day by day? 

It is an inevitable consequence for the women in our country, because of the fact that conventional education cannot provide jobs for everyone. And we have a huge flow of fresh blood in the job sector.

In this crucial time of Bangladesh when we are trying to achieve SDG, we have to make sure the empowerment of women in every sector. Sectors like mechanical engineering, civil engineering or this kind of profession, where the participation of women is very rare. Just think about the fact that have we ever came across a female contractor or a female carpenter or a female CNG driver. Yes, we are lacking in this sector severely. And Government is trying to improve the technical side of the education system of Bangladesh .But well-trained teachers, well-equipped institutions, and well-equipped lab are lacking. And that is why as a whole the education system of Bangladesh is going into a hollow.

Now to improve this situation we need to think thoroughly and act as soon as possible .Otherwise, we will be in a situation like Pakistan or Greece, where Pakistan is lacking in the sector of education for women and Greece is lacking for the younger people.

In this circumstance, Technical education can save Bangladesh and give the younger women of Bangladesh a new hope. For that, we need to change our thinking about Technical Education and give proper support to this sector.

Employer needs -------Employability Skills



“There is no job available for me. Everywhere you need  “mamas” or” khalus”  to get a job.  Without a recommendation, no one can get a job.”
We always hear this kind of hopeless vagabond talk from our young generation .But we never thought what an employer thinks when he or she is recruiting for his or her company. The employer will not recruit a person who will be a burden in nearer future for the company. The employer always wants to recruit someone who will be an asset to the company, who will take the company to the apex of success .Who has the ability of leadership and with his leadership skill he will lead the company in the new horizon .The employer wants ownership quality to be dependable. Good communication skill to maintain a soothing relationship with the client is another skill which an employer look for in an employee. To present the goods or the products of the company whether it is a virtual product or a physical product, an employer needs an employee, who is a master of presentation skill.
In today’s age everybody needs to be a champion in using IT. Without the proper knowledge of using IT, nobody can dream of a progressive career. Along with IT skill, an employee needs to have the creativity to complete his task in a more efficient way.
An employee has to be enough confident to take initiative for the betterment of the company. He has to have the quality of collaboration to achieve his target. Along with these skills, an employee also needs to be very time conscious and also he has to fulfill his social responsibilities.
The most important quality an employee should possess is gratefulness.  Because if an employee doesn’t show gratefulness to the company, then he is not loyal to the company. To work for a company or an organization an employee has to be very loyal and loyalty comes from gratitude.
If we have these qualities and a virtue of perseverance, then the dream job is waiting for us. We need to nurture these qualities to have a better future. Hope we all can get our dream job and do better things for the country.

Let’s Get Passport without bribe

Let’s Get Passport without "Bribe" Getting a passport without any bribe in Bangladesh is a far cry. In every step of ge...